Quantcast
Channel: TUCA
Viewing all articles
Browse latest Browse all 22

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগে সাম্মানিক শিক্ষক হিসেবে যুক্ত হলেন নন্দিত অভিনেত্রী ডলি জহুর

$
0
0

(ঢাকা) ১৫ই মে ২০২৩, সোমবার:

বাংলাদেশের সংস্কৃতি-শিক্ষামুখী রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে নন্দিত অভিনেত্রী ডলি জহুর সাম্মানিক শিক্ষক হিসেবে যুক্ত হয়েছেন।

সাম্মানিক শিক্ষক হিসেবে যুক্ত হওয়া প্রসঙ্গে নন্দিত অভিনেত্রী ডলি জহুর বলেন, এই বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় পাশে থাকতে পেরে আমি আপ্লুত। আমার অভিনয়জীবনের অভিজ্ঞতা এই প্রজন্মের শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে পারবো বলে নিজেকে ধন্য মনে করছি। রবীন্দ্রনাথ ঠাকুর আনন্দের মাধ্যমে পাঠদানের কথা বলেছেন, আশা করি রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এই দর্শনকে সবসময় ধারণ করবে এবং মনুষ্যত্ব ও মূল্যবোধের শিক্ষায় দীক্ষিত হবে।’

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পুরোধা ব্যক্তিত্ব রবিন খান জানান, আনু্ষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রেও এই বিশ্ববিদ্যালয়ে স্ব স্ব ক্ষেত্রের দিকপাল ব্যক্তিদের সংযুক্ত করা হয়েছে যাতে শিক্ষার্থীরা নিজেদের পাঠ্যবিষয়ে গভীর ও বাস্তব অভিজ্ঞতায় সমৃদ্ধ ও আত্মপ্রত্যয়ী হয়ে দেশ ও বিদেশের সমসাময়িক সৃজনক্ষেত্রে উজ্জ্বলতার স্বাক্ষর রাখতে পারে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ বলেন, তাঁর (ডলি জহুর) এই সংযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধিতে সহায়তা এবং তাদেরকে অনুপ্রাণিত করবে।

এছাড়া রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে যুক্ত আছেন দেশবরেণ্য সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ফেরদৌসি মজুমদার, আসাদুজ্জামান নূর, তারিক আনাম খান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন আইকন বিবি রাসেল, বিশিষ্ট অভিনেত্রী শম্পা রেজা, নন্দিত নৃত্যশিল্পী লায়লা হাসান, শিবলী মোহাম্মদ, শামীম আরা নীপা প্রমুখ।

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় সম্পর্কে

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি ভিন্নধারার বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা প্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। মনন ও দর্শনের বিবেচনায় এই বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র। সমাজ-উন্নয়ন, শিক্ষাচিন্তা, ব্যবস্থাপনা-ভাবনা, সংস্কৃতিচর্চা ও নানা সৃজনশীল কর্মে নোবেলবিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনদৃষ্টি এই বিশ্ববিদ্যালয়ের পাথেয়। বর্তমানে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, ফ্যাশন ডিজাইন ও বিবিএ নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে।

 

বিস্তারিত জানতে ভিজিট করুন: www.tuca.edu.bd এবং বিশ্ববিদ্যালয়ের ফেসবুক, লিংকডইন ও টুইটার অনুসরণ করুন।

 

গণমাধ্যম অনুসন্ধানের জন্য যোগাযোগ করুন

মৌসুমী সুলতানা | ইমেইল: mousumi.sultana@tuca.edu.bd | মোবাইল: +৮৮ ০১৩১৯ ৩৭৬৪১৫

The post রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগে সাম্মানিক শিক্ষক হিসেবে যুক্ত হলেন নন্দিত অভিনেত্রী ডলি জহুর appeared first on রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়.


Viewing all articles
Browse latest Browse all 22

Trending Articles